বিষণ্নতায় বিশ্বে ৭ম বাংলাদেশ

লাইফস্টাইল

রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষণ্নতা-বিমর্ষতার দিক বিবেচনায় বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। এ তালিকার প্রথম স্থানে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

নতুন এক বৈশ্বিক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ‘বৈশ্বিক আবেগ প্রতিবেদন ২০২২’ শিরোনামের এই সমীক্ষার ফল সম্প্রতি প্রকাশ হয়েছে।

সমীক্ষার সূচকে আফগানিস্তানের স্কোর ৫৯। আর সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশে সমীক্ষাটি পরিচালিত হয়। এতে মোট এক হাজার জন নাগরিক অংশ নেন।

বিশ্বের ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেন। এর ফল বলছে, ২০২০ সালের চেয়ে ২০২১ সাল অনেক বেশি স্ট্রেসের ভেতর দিয়ে কাটিয়েছে বিশ্বের মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *