ওসমানী বিমানবন্দরে আটকা পড়েছে ৬টি বিমান

সিলেট

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে সিলেটে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটের বিমানসহ অভ্যন্তরীণ আরও কয়েকটি বিমান।

সোমবার (২৭ মে) রাত পৌনে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, রেমালে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকাপড়া বিমানগুলো ঢাকা ও চট্টগ্রাম, সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের কথা ছিল। এখন পর্যন্ত ৬টি বিভিন্ন মডেলের বিমান আমাদের গ্রাউন্ডে আছে। এর আগে মোট ৯টি বিমান আটকা ছিল। এরমধ্যে বাংলাদেশ বিমানের ৩টি বোয়িং বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বাকিগুলো আবহাওয়ার প্রতিকূলতা শেষে বিমানবন্দর ছেড়ে যাবে। আর এখন পর্যন্ত অভ্যন্তরীণ বিমানের শিডিউল আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। সিলেটে আজ ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও আকাশে প্রচুর মেঘ আছে। বৃষ্টির পরিমাপ আরও বাড়তে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *