বাগেরহাট জেলা প্রতিনিধি:
কোষ্টগার্ডের অভিযানে ১৭৭ পিচ ইয়াবা সহ দুলাল মোল্লা (২৫) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৫ অক্টোবর) দুপুরে কোষ্টগার্ডের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ অক্টোবর) আনুমানিক ৩:৫০ মিঃ গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশান রুপসা একটি বিশেষ অভিযান পরিচালনা করে রুপসা বাস স্ট্যান্ড এলাকা থেকে ১৭৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত দুলাল মোল্লা (২৫) খুলনার নতুন বাজার লঞ্চ ঘাট এলাকার বাসিন্দা।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়।
শেয়ার করুন