গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ট্রলার জব্দ

সিলেট

 

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়ন ও নবসৃষ্ট ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের সীমানা এলাকার হাদারপার গ্রাম এলাকার পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ট্রলারসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৫ টায় এক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এতে গোয়াইনঘাট থানা পুলিশ টিম, তহশিলদার ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ অভিযানে অংশ নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারটি ট্রলার বালুসহ জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সাথে জড়িত ২৬ (ছাব্বিশ) জন শ্রমিককে ট্রলার সহ আটক করা হয়৷ আটক শ্রমিকদের দোষ স্বীকারোক্তি, সাক্ষ্য-প্রমাণ এবং অপরাধীদের অপরাধ মাত্রা ও সামর্থ্য বিবেচনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *