জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগরের মাসব্যাপী কর্মসূচি শুরু

সিলেট

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সিলেট মহানগরীতে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার ১লা অক্টোবর  দুপুরে সিলেট নগরীর র্কোট পয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। এ সময় তিনি বলেন, ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস  উপলক্ষে নিসচা সারা দেশব্যাপী মাসব্যাপী জনসচেতনামূলক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সরকারের প্রতি সড়ক পরিবহন আইন ২০১৮ এর  অধীনে বিধিমালা দ্রæত জারি করার আহবান জানান। তিনি সড়কে চলাচলের সময় সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হাদী পাবেল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, লোকমান হেকিম, অর্থ সম্পাদক মোকছুদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, যুব সম্পাদক  ফখরুল আল হাদী, সদস্য  শাহেদ শাহরুখ অয়ন, মনসুর আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, রফিক আহমদ, মোহাম্মদ রুমেল খান প্রমুখ।

উল্লেখ্য, এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *