দেড় মাস পর আবারও স্লোগানে মুখর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

জাতীয়

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘ ১ মাস ১৮ দিন পর আবার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের র্যালি আয়োজন করেছে দলটি। সকাল ১০টার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

সেখানে দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে দিতে থাকেন। তারা বলছিলেন, ‘পুলিশ ছাড়া মাঠে নাম, ভুলিয়ে দেব বাপের নাম’, ‘ধর ধর নৌকা ধর, ভেঙেচুরে চুলায় ভর’ এসব স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিতে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ করতে নিয়ে আসা হয়েছে তিনটি ট্রাক।

ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড় ও হোটেল ভিক্টোরিয়ার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, দলীয় কার্যালয়ের সামনে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়েছেন। এছাড়া নেতাকর্মীরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে আছেন।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, ‘বিজয় দিবসে বিএনপির র্যালিকে ঘিরে সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নির্দিষ্ট রুটে র্যালি করার কথা। আশা করছি, দলটি সেটা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *