বাঘের আক্রমণে আহত গরু

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আক্রমণে একটি গরু আহত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার হরমা খাল এলাকায় ঘাস খাওয়ার সময় একটি বাঘ গরুটিকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ডাক চিৎকার টের পেয়ে বাঘটি গরুটিকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গরুটিকে জবাই করে এবং নামমাত্র মূল্যে গোশত বিক্রি করা হয়। এর আগেও হরমা খাল এলাকায় কয়েকটি গরু বাঘের আক্রমণের শিকার হয়েছিল।

গরুর মালিক সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের আকবার তালুকদারের ছেলে ফারুক তালুকদার জানান, জঙ্গলের পাশেই ঘাস খাচ্ছিল আমাদের গরুটি। হঠাৎ করে বাঘে আক্রমণ করে। পরে স্থানীয়রা জবাই করে। গরুটি গাভী ছিলো। তাকে হারানোয় আমার অনেক ক্ষতি হয়ে গেল।

স্থানীয় ইউপি সদস্য মোঃ কাওছার হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি বিকাল ৩টার দিকে গোড়াবুরবুড়িয়া এলাকায় নদীর তীরে বাঘে গরুটিকে আক্রমন করলে স্থানীরা ছাড়িয়ে আনে। তখন গরুটি জীবিত ছিলো। পরে গরুটিকে জবাই করে যারা উদ্ধার করেছে তারা কিছু নেয়। গরুটিতে ৪৫কেজির মত মাংস হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন, হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়। খরমা খালটি ছোট হওয়ায় মাঝে মাঝে বাঘের আনাগোনা ও আক্রমণের ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *