বানিয়াচংয়ে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ

শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাশন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পাঞ্জলী অর্পণ শেষে উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে বড় বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এরপর পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শেখ রাসেলের জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানু চন্দ্র চন্দ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার, উপজেলা মৎস্য অফিসার বোরহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসার মোঃ মিনারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

সভাশেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা পরিষদের ৫ম তলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের স্থানীয়ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *