বিপিএলে অংশ নিতে আগ্রহী আরও ৪ দল

খেলাধুলা

দুর্দান্ত আয়োজনের মধ্য দিয়ে কিছুদিন আগে পর্দা নামলো বিপিএলের দশম আসরের। নামিদামি বিদেশি ক্রিকেটার, দারুণ সম্প্রচার এবং দর্শকদের উপস্থিতি এবারের বিপিএলকে করে তুলেছিল দুর্দান্ত। সদ্য শেষ হওয়া বিপিএলে অংশ নিয়েছে সাত দল। দেশের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আরও চার দল।

 

বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই আরও চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারো সুযোগ মিলতে পারে।

ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *