বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অঘটনের শিকার শ্রীলঙ্কা

খেলাধুলা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট পূর্বের আসরের অঘটনগুলোর ইতিহাস তুলে ধরে ক্যাপশনে লিখেছিল, ‘এবারও ২-৩টা অঘটন ঘটুক বিশ্বকাপে।’ সেই লাইনটি সিরিয়াসলি নিয়ে নিয়েছে নামিবিয়া। সদ্য এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেই লজ্জা দিয়ে দিল দলটি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের অলআউট করে ৫৫ রানের জয় তুলে নিয়েছে ডেভিড ভিসা, গেরহার্ড এরাসমাসের দল।

গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টসে হেরে এদিন আগে ব্যাটিংয়ে নেমে নামিবিয়া ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি লঙ্কানরা।

এদিন আগে বোলিংয়ের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করছিলেন লঙ্কান বোলাররা। ৩৫ রানের মধ্যে নামিবিয়ার ৩ উইকেট তুলে নেয় লঙ্কান বোলাররা। দুই ওপেনারই ফেরেন সিঙেল ডিজিট। তবে এরপরই মাঝারি মানের ইনিংস খেলে দলকে এগিয়ে নিতে থাকেন নামিবিয়ার ব্যাটসম্যানরা।

তিনে নামা লফটি এটনের ২০, চারে নামা স্টেফান বার্ডের ২৬ এবং অধিনায়ক এরাসমাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় নামিবিয়ারা। তবে লঙ্কান বোলাররা ৯৩ রানের মধ্যে ৬ উইকেট তুলে নিয়ে চাপে রাখে নামিবিয়াদের।

তবে এরপরেই জান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিটের ঝড়ো ইনিংসে খেলার দৃশ্যপট বদলে দেয় নামিবিয়া। এই দুই ব্যাটসম্যান ৬ ওভারে ৭০ রানের জুটি গড়েন। ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪ চারে করেন ৪৪ রান। এছাড়াও স্মিট ১৬ বলে ২টি করে চার-ছয়ে করেন অপরাজিত ৩১ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার বোলারদের বোলিং তোপে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ৪০ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকেই হারায় লঙ্কানরা। এরপর অধিনায়ক শানাকা এবং ভানুকা রাজাপাকসে ৩৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন।

তবে ওই শেষ। দলীয় ৭৪ রানের মাথায় রাজাপাকসে ব্যক্তিগত ২০ রানে ফিরলে তাসের ঘরের মতো ভাঙতে থাকে লঙ্কানদের ইনিংস। একপ্রান্তে অধিনায়ক শানাকা ২৯ রান করলেও সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১০৮ রানেই অলআউট হয়ে যায় সদ্য এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া লঙ্কানরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *