ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে এলাকার ৬ শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে ‘আলী-মরিয়ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতাউর রহমানের পরিবারের পক্ষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামে তার নিজ বাড়িতে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সদস্য লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহিবুর রহমান, ব্যবসায়ী ছৈয়দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ফাউন্ডেশনের সদস্য নজরুল ইসলাম প্রিন্স, কামরুল ইসলাম, তানভীর এইচ ইমন প্রমুখ।