প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১৪ফেব্রুয়ারী,২০২৩ইং(মঙ্গলবার) ভালোবাসা দিবসে রিলিজ হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষায় ভিন্নধারার টেলিফিল্ম “ভাঠির ছেলে”।অভিনেতা কামাল খানের টেলিফিল্মের রচনা করেছেন আব্দুর রউফ ও পরিচালনায় রয়েছেন মিদুল প্রযোজনায় কে বি মাল্টিমিডিয়া।টেলিফিল্মটি দেখতে পারবেন KBHP TV ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
জানা যায়, কামাল খান এ নিয়ে খুব আশাবাদী কারণ বড় বাজেটের কাজ এবং ভিন্নধারার আঞ্চলিক ভাষার গল্প টেলিফিল্মতে আছে।আগামী ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত হচ্ছে এশিয়ার গল্প প্রোডাকশন হাউজ থেকে।ঐদিন প্রথম প্রহরে টেলিফিল্মটি সবাই দেখতে পারবেন। কামাল খানের চমক লাগানো নাটক গুলো খুব সুন্দর করে উপভোগ করতেছে সিলেটের মানুষ।
এই বিষয়ে অভিনেতা কামাল খান গণমাধ্যমকে জানান, আমরা গ্রাম বাংলার ইতিহাস সংস্কৃতি ধরে রাখতে চেষ্টা করছি,আগামীতেও এরকম নৃত্য নতুন টেলিফিল্ম নিয়ে নিয়ে আসবেন এবং সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেন।
শেয়ার করুন