মৌলভীবাজার-২ : ভোট বর্জন করলেন এমএম শাহীন

মৌলভীবাজার

নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এমএম শাহীন।

রবিবার (৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে এমএম শাহীন বলেন, অত্যন্ত দুঃখের বিষয় অপরাহ্ন পর্যন্ত আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমি দেখেছি বিভিন্ন অনিয়ম, অনেক কেন্দ্রে তারা জাল ভোট দিয়েছেন। কেন্দ্র ফাঁকা, আমার এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমি প্রশাসনকে জানিয়েছি। আমি ডিসি মহোদয়কে জানিয়েছি, সহকারী রিটার্নিং অফিসার ছাড়াও আমি নির্বাচন কমিশনকে অবহিত করেছি। তারা আমার এই বিষয়ে কোনো প্রতিকার করেন নাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে যে নির্বাচন, যেটি আমি নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু, অবাধ নির্বাচন পাওয়ার যে প্রতিশ্রুতি সেখানে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেকারণে আমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করছি। নির্বাচন সম্পূর্ণ বর্জন করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *