শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ, যা জানা গেল

শিক্ষা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার অর্থাৎ সপ্তাহে ২ দিন ছুটি। তবে সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়লেও তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি জানতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়াই হয়নি।

পরবর্তী সময়ে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা সংক্রান্ত কোন নির্দেশনা আসতে পারে কিনা জানতে চাইলে, এমন কোন সম্ভাবনা নেই বলে জানান মোহাম্মদ আবুল খায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

নবনির্বাচিত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি যুক্ত শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের বিষয় সংক্রান্ত তথ্য সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *