গোটা সিলেট বিভাগজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, অস্বস্তিতে রয়েছে মানুষ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও তিনদিন। এরপর আছে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। তখন কমে আসবে গরমের তীব্রতা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে এমন তথ্য।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বর্তমানে সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং রাজশাহী, রংপুর ও নীলফামারীতে মৃদু তাপপ্রবা বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
তাপপ্রবাহের কারণে সিলেটজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে অস্বস্তির মধ্যে রয়েছে মানুষ। এর সাথে লাগামহীন লোডশেডিং পরিস্থিতিকে করে তুলেছে আরও কঠিন।
আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাস দিয়েছে। তাতে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হওয়ার আভাসও রয়েছে।
গতকাল সোমবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি ছিল সিলেটে। একই তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও রংপুরেও।
এদিকে, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির বেগ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি বাড়লে গরমের অস্বস্তি কেটে যাবে।