শীত যেতে না যেতেই সিলেটে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আগামী দুই-তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক থাকলেও এরপর সিলেটে হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সিলেটের তামপাত্রা গত কয়েকদিন ধরে শুষ্ক থাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থা আরো দুই তিনদিন থাকবে। তবে তার পরে সিলেটে হালকা বৃষ্টি হতে পরে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। এরপর আবার কিছুদিন আবহাওয়া শুষ্ক থকবে। তাপমাত্রাও বাড়বে। পরে ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে।
সিলেটে আজ সোমবার (১৩ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসের সঙ্গে সঙ্গে শীতও বিদায় নিয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপপ্রবাহের মুখোমুখি হল সিলেট।
শেয়ার করুন