সিলেট সদরের তিন ইউপিতেই নৌকার ভরাডুবি

সিলেট

সিলেট সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের একটিতেও বিজয়ী হতে পারেননি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।সবক’টিতে নৌকার ভরাডুবি হয়েছে। এসব ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থীরা।

এদের মধ্যে এর মধ্যে খাদিমনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১২ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী দিলোয়ার হোসেন (চশমা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত ইকলাল আহমদ (নৌকা) পেয়েছেন ১১ হাজার ৫৬০ ভোট।

টুকেরবাজার ইউনিয়ন পরিষদে ৭ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মো. সফিকুর রহমান (আনারস)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত চা শ্রমিক নেতা রাজু গোয়ালা পেয়েছেন ৪ হাজার ৩১০ ভোট।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ। ঘোড়া প্রতীকের  এ স্বতন্তপ্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত মো. নজরুল ইসলাম (নৌকা)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *