স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে আনোয়ার খানের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৩৫) নামের এক রং মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে।
কালাম কুমিল্লার লাকসাম উপজেলার বিজয়পুর গ্রামের জাফর মিয়ার পুত্র। পেশায় একজন রং মিস্ত্রি কালাম দীর্ঘদিন ধরে সিলেট শহরের বালুচর এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের বসত বাড়িতে রং মিস্ত্রির কাজ করছিলেন নিহত আবুল কালাম। ৩য় তলা বিল্ডিংয়ের ২য় তলার বাহিরের দিকটা রং করার সময় বিল্ডিং এর কাছে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক মেইন লাইনের তারে অসাবধানতাবশত আবুল কালামের শরীরের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহুর্তেই আগুনে ঝলসে যায় পুরো শরীর। এক পর্যায়ে নীচে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নেয়া হবে।
শেয়ার করুন