সিলেট নগরীর জিন্দাবাজারে বুনন প্রকাশন কার্যালয়ে গল্পকার অধ্যাপক শামসুল কিবরিয়া সম্পাদিত ‘বইকথা’ বইয়ের চতুর্থ সংখ্যার পাঠ উন্মোচন অনুষ্ঠান বুধবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
‘বইকথা’ পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বুনন প্রকাশক ও সম্পাদক কবি অধ্যাপক খালেদ উদ-দীন, বইকথা সম্পাদক অধ্যাপক গল্পকার শামসুল কিবরিয়া, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আল-আমিন, কবি জাকির মোহাম্মদ, সুফি আকবর, আব্দুস সামাদ প্রমুখ।
উল্লেখ্য, এটি ‘বইকথা’র চতুর্থ সংখ্যা। এ সংখ্যার ‘গদ্য’ অংশে প্রকাশিত হয়েছে সাহিত্যে বিষয়ক পাঁচটি গদ্য। প্রতিটি ভিন্ন বিষয়ে গদ্যগুলো লিখিত। ‘বই আলোচনা’ অংশে প্রকাশিত হয়েছে বারোটি বইয়ের উপর আলোচনা । এ গুলোর মধ্যে আছে উপন্যাস, গল্প, গদ্য ও কবিতার বই। এ ছাড়া রয়েছে ছোটকাগজ ‘বিন্দু’র উপর একটি আলোচনা।
শেয়ার করুন