বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তী পথসভায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলার সহ সভাপতি জুবের আহমদ, মিনার হোসেন লিটন, জহুরুল ইসলাম রাসেল, সুয়েদুর রহমান সুহেদ, কামরান আহমদ, মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।
মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন আন্দোলন সংগ্রাম একের পর এক সফল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ও জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কোন ষড়যন্ত্রই তারেক রহমানের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।
শেয়ার করুন