সিলেটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করল সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উভয় সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশ গ্রহণে জাতীয় ও সংগঠনের পতাকা হাতে নিয়ে নগরীতে র্যালি বের হয়। নগরীর মিরাবাজারস্থ অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া
এ র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ ও সংবাদপত্রসেবক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।
শেয়ার করুন