স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) বিকাল পাঁচটায় যশোর শহরের মনিহার মোড় প্রাঙ্গনে জেলা পুলিশের আয়োজনে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী-লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুজ্জামান পিকুল, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০০ জন শীতার্ত, গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শেয়ার করুন