কে হচ্ছেন সিলেট জেলা পরিষদের আ’লীগের প্রার্থী, মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ

সিলেট

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এদিকে, বিভিন্ন সূত্রে জানা যায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন সিলেটের আওয়ামী লীগের ৫ নেতা। দলের মনোনয়ন ক্রয় করেছিলেন যারা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। আজ শনিবার দলের মনোনয়ন বোর্ডের সভায় এদের মধ্য থেকে একজনকে বেছে নেবে আওয়ামী লীগে মনোনয়ন বোর্ড। দলীয় মনোনয়ন বোর্ডের দিকে তাকিয়ে রয়েছেন সিলেটের আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কে পাচ্ছেন এবারের সিলেট জেলা পরিষদের দলীয় মনোনয়ন টিকেট।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) গত (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *