বিসিএস পরীক্ষা: শিক্ষার্থীদের যাতায়াতে বাস সেবা দিবে শাবিপ্রবি

সিলেট

শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা অংশ নিতে পরিবহন সেবা দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি জানান, আগামীকাল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশ নিবে। তাদের যাতায়াতের সুবিধার্থে সিলেট শহরের বিভিন্ন রোডে চারটি বাস দেওয়া হবে। বাসগুলোর মধ্যে ২টি  টিলাগড় পয়েন্ট পর্যন্ত এবং অন্য ২টি বাস বন্দর পয়েন্ট পর্যন্ত যাবে।

বাসগুলো শুক্রবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে কেন্দ্রে থেকে ফেরার সময় বাস সুবিধা থাকছে না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *