সিসিক নির্বাচন: মেয়রসহ মোট মনোনয়নপত্র কিনলেন ৪৪৩ জন

সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে নাগরিক সমাবেশে তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দেন। তবে তার পরদিনই মেয়র পদে আরও তিনজন মনোনয়নপত্র কিনেছেন। তাদের একজন জাকের পার্টি থেকে। এনিয়ে মোট ১১জন মেয়র পদে মনোনয়নপত্র কিনলেন। আর কাউন্সিলর পদে মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪৫৪টি।

সিলেট জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, রোববার মেয়র পদে আরো তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের একজন জাকের পার্টি থেকে। তার নাম মো. জহিরুল আলম। অপর দু’জন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

মোট ৪৪৩ কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে মনোনয়নপত্র কিনেছেন ৯২ প্রার্থী। আর সাধারণ কাউন্সিলর হিসাবে মনোনয়নত্র সংগ্রহ করেছে ৩৫১ জন।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে।

আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *