যুবদলের কেন্দ্রীয় নেতা রাজীব হাসান চৌধুরী গ্রেফতার

সিলেট

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের ছেলে ও যুবদলের কেন্দ্রীয় নেতা রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকার লালবাগ থেকে গ্রেফতার করে র‍্যাব-৬ যশোর।
গ্রেফতারকৃত রাজীব হাসান চৌধুরী জেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম নয়ন চৌধুরীর ছেলে।

গতকাল শুক্রবার (৫ মে) রাতে র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমানের নেতৃত্বে গঠিত একটি চৌকস টীম ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হাসান চৌধুরীকে গ্রেফতার করে।
আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় র‌্যাব-৬ যশোরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান জানান, রাজীব হাসান চৌধুরীর নেতৃত্বে ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধনসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক তৎসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা, একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, দুইটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুইটি হত্যা চেষ্টা সহ মোট ১৮ টি মামলা রয়েছে। তিনি পাঁচবছর ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাজীব হাসান চৌধুরী এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *