কোম্পানীগঞ্জের ‘শিবনগর’গ্রাম থেকে অর্ধ-শতাধিক ভারতীয় মদ উদ্ধার

সিলেট

কোম্পানীগঞ্জ প্রতিনিধি -:

জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ জোনের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রমযান হোসেন, আব্দুল হাই, জুবায়েল ইসলানের চৌকস অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জের ‘শিবনগর ” গ্রাম থেকে ১৪৪ বোতল ভারতীয় মদের চালান আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার ১২ মার্চ ভোর সাড়ে ছয়’টার সময় উপজেলার শিবনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র মুজম্মিল আলীর বসত ঘর থেকে মাদক উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মুজম্মিল আলী পালিয়ে যায়। এ সময় তার বসত ঘর থেকে ৩টি চটের বস্তায় মোড়ানো ১৪৪ টি ভারতীয় অফিসার চয়েজ,উস্কি সহ মদের বোতল জব্দ করা হয়।

সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান-চোরাই পথে আসা ভারতীয় ১৪৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে -ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সীমান্তর ওপার থেকে যারাই মাদকদ্রব্য আনার চেষ্টা করবে ডিবি পুলিশ এসব অপরাধীদের আটকের বিষয়ে কোন ছাড় দিবেনা বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *